এখানে কিভাবে পৌঁছাবেন নিকটবর্তী বিমানবন্দর: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা বিমান বাস বাস সার্ভিস: ঢাকা থেকে টাঙ্গাইল- শ্যামলী পরিবহন, দেশ ট্রাভেলস এবং অন্যান্য ঢাকা থেকে ড্রাইভ: N4 হাইওয়ে, টাঙ্গাইলের উদ্দেশ্যে ড্রাইভ ট্রেন ট্রেন: ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইল এর উদ্দেশ্যে ট্রেন যোগাযোগ 0 / 180Send আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা: গ্রাম: উত্তর রোয়াইল, ডাকঘর: উয়াশী পাইকপাড়া, উপজেলা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল।ইমেইল: rksevashramarowail@gmail.comফোন: +88-01794525569 সম্ভাব্য জিজ্ঞাসিত প্রশ্নাবলী ও উত্তর মন্দিরের দর্শনের সময় সূচি কি? ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর: সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।১ অক্টোবর থেকে ৩১ মার্চ: সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৩ টা থেকে রাত ৮ টা। আশ্রমের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কিভাবে কাজ করতে পারি? স্বেচ্ছাসেবক হিসেবে আশ্রমের মানবসেবার কাজে যোগদান করতে সরাসরি আশ্রমে এসে যোগাযোগ করুন। কিভাবে আশ্রমে দান করব? অর্থ দানের জন্য এই ওয়েবসাইট এর অনুদান পেজ এ গিয়ে সেখানে লেখা নির্দেশ অনুসরণ করুন, আর যদি অর্থ ব্যতীত অন্যান্য কিছু দান করতে চান তাহলে এই ওয়েবসাইট এ দেওয়া ফোন নম্বর বা ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করুন অথবা সরাসরি আশ্রমে এসে যোগাযোগ করুন। আশ্রমের কাছে কিভাবে সাহায্যের আবেদন করতে পারি? সাহায্যের আবেদন করতে এই ওয়েবসাইট এ দেওয়া ফোন নম্বর বা ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করুন অথবা সরাসরি আশ্রমে এসে যোগাযোগ করুন।