Education

শিক্ষা সেবা

বিভিন্ন শিক্ষা কর্মসূচি এবং কোর্সের মাধ্যমে শিক্ষার মান উন্নত করা।

গ্রামীণ শিশু শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন শিক্ষা সামগ্রী (পোশাক, জুতা, ব্যাগ, শীতবস্ত্র, বই-খাতা) প্রদান।

নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর মাধ্যমেও "স্বামী স্বহানন্দ ফ্রি কোচিং সেন্টার"।

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন "বিবেকানন্দ মেধা বৃত্তি" এবং উচ্চ শিক্ষায় সুযোগ প্রান্তদের জন্য দীর্ঘমেয়াদী শিক্ষা বৃত্তি।

Treatment

চিকিৎসা সেবা

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তার মাধ্যমে মানুষের সুস্থতা নিশ্চিত করা।

আকস্মাৎ দূর্যটিনা এমনকি চোখ, হার্ট ও ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যয় নির্বাহে নিয়মিত/অনিয়মিত যথাসাধ্য্য "চিকিৎসা ভাতা" প্রদান করা হয়।

বর্তমানে ২টি শিশুর প্রতি মাসে রক্ত প্রদানে আর্থিক ব্যায়ভার বহন করা হচ্ছে।

পাশাপাশি প্রতিবন্ধীদের হইল চেয়ার প্রদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Grant

আর্থিক অনুদান/বিধবা মায়েদের ভাতা

দরিদ্র এবং বিধবা মায়েদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং ভাতা প্রদান।

স্বামী অমেয়ানন্দ মেমোরিয়াল ফান্ড এর মাধ্যমে সহায়হীন, আত্মীয়হীন স্বামীহারা মায়েদের জন্য রয়েছে দীর্ঘ মেয়াদীও আর্থিক সহায়তা।

এরকম ৬টি গ্রামের ১২ জন বিধবা মায়েদের এই মাসিক বিধবা ভাতার আওতায় আনা হয়েছে।

আশ্রম প্রতিষ্ঠাকাল থেকেই কন্যা দায়গ্রস্থ পিতা-মাতার কন্যার বিবাহের ব্যয় নির্বাহে যথাসাধ্য আর্থিক সহযোগিতা করেতে আসছে।

Woman

সামাজিক দায়বদ্ধতা/নারী উন্নয়ন

নারীর ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ।

উত্তর রোয়াইল রামকৃষ্ণ সেবাগ্রম নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচী ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

বিধবা মায়েদের জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে।

নারী শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতার লক্ষ্যে নিয়মিত সেমিনার ও কর্মশালা আয়োজন করা হচ্ছে।

Training

প্রশিক্ষণ/সেমিনার

বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনের সুযোগ প্রদান।

গ্রামীণ অসহায় নারীদের আর্থিকভাবে সাবলম্বী করতে গড়ে উঠেছে ৭০ জন সদস্যের সেলাই প্রশিক্ষন কর্মসূচী "স্বচ্ছল নারীধ্য প্রকল্প"।

যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চলছে "কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স"।

এছাড়া ছাত্র/ছাত্রীদের আবৃত্তি, নাটক, নৃত্য ও সঙ্গীত চর্চার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Housing

গৃহ নির্মাণ প্রকল্প

গৃহহীন পরিবার এবং বিশেষত মহিলা ও শিশুদের জন্য আশ্রয়স্থল নির্মাণ ও সরবরাহ।

উত্তর রোয়াইল রামকৃষ্ণ সেবাগ্রম ইতোমধ্যে গৃহহীন পরিবার, বিশেষত মহিলা ও শিশুদের জন্য কয়েকটি নিরাপদ আশ্রয়স্থল নির্মাণ করেছে।

এই প্রকল্পের আওতায় নির্মিত বাড়িগুলি তাদের একটি স্থায়ী আবাস প্রদান করে, যা তাদের সামাজিক নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করে।

এই উদ্যোগের ফলে গৃহহীন পরিবারগুলো নতুন জীবনযাত্রার সুযোগ পাচ্ছে এবং তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে।

Om

আধ্যাত্মিক সেবা

আধ্যাত্মিক শান্তি ও উন্নয়নের জন্য ধর্মীয় কর্মকাণ্ড।

উত্তর রোয়াইল রামকৃষ্ণ সেবাগ্রম নিয়মিত ধর্মীয় আলোচনা, সেমিনার এবং উপাসনার আয়োজন করে মানুষের আধ্যাত্মিক বিকাশে সহায়তা করছে।

প্রতিমাসে ভক্তদের জন্য বিশেষ আরাধনা অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমৎ রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষা প্রচার করা হয়।

এছাড়াও, বিভিন্ন অনুষ্ঠানে যোগদানকারীদের জন্য আধ্যাত্মিক সাহিত্য বিতরণ করা হয়, যা তাদের মানসিক শান্তি এবং জীবনদর্শনকে সমৃদ্ধ করে।

Tubewell

পানীয় জল এবং স্যানিটেশন প্রকল্প

নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করা।

উত্তর রোয়াইল রামকৃষ্ণ সেবাগ্রমের উদ্যোগে গ্রামীণ এলাকাগুলিতে নিরাপদ পানির উৎস স্থাপন করা হয়েছে।

সঠিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে নির্মিত হয়েছে স্যানিটারি কমপ্লেক্স।

এ প্রকল্পের মাধ্যমে এলাকার শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষিত হচ্ছে, যা তাদের সুস্থ জীবনযাপন ও উন্নত জীবনের সম্ভাবনা বৃদ্ধি করে।

Religious practice

ধর্মীয় চর্চা ও মানসিক উৎকর্ষতা

মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য ধর্মীয় অনুশীলন।

প্রতি মাসে অনুষ্ঠিত ধর্মীয় বক্তৃতা ও কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য মানসিক উৎকর্ষতা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ করা হয়।

যোগব্যায়াম ও মেডিটেশন সেশন আয়োজনের মাধ্যমে আত্মা ও শরীরের সংযোগ স্থাপন করা হয়।

এসব কার্যক্রমের ফলে মানুষের মানসিক চাপ হ্রাস পায় এবং তারা একটি শান্তিপূর্ণ ও উৎপাদনশীল জীবনযাপন করতে সক্ষম হয়।

Scroll to Top