আমার স্বামী ৮ বছর আগে ইহধাম ত্যাগ করেছেন। আমার আয়ের কোনো পথ ছিল না। আশ্রম আমাকে নতুন ঘর তুলে দিয়েছেন, আশ্রম থেকে আমি প্রতিমাসে বিধবা ভাতা পেয়ে থাকি, পাশাপাশি আমার ৯ম শ্রেণীর পড়ুয়া ছেলে বিবেকানন্দ বৃত্তি পেয়ে থাকে। আশ্রম আমার পাশে না দাঁড়ালে আমার সংসার চালানো অসম্ভব ছিল। আমি বড়ই ভাগ্যবতী এবং এই আশ্রমের কাছে […]
Group Three
রামকৃষ্ণ সেবাশ্রম উত্তর রোয়াইল এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করা ও বাল্য বিবাহ রোধে নিরলস কাজ করে যাচ্ছে। একদিকে চলছে সারদা শিশু নিকেতনের ধর্মীয় ও নৈতিক শিক্ষা, অন্যদিকে স্বহানন্দ ফ্রী কোচিং সেন্টার। আমি এই কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে সুফল পেয়েছি। পাশাপাশি আশ্রম থেকে আমি বিবেকানন্দ শিক্ষা বৃত্তি পেয়ে থাকি। এই আশ্রমের বিবেক মহারাজ,
আমার স্বামী ৪ বছর পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামী মারা যাওয়ার পর আমার ছোট দুটি মেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো খাওয়াই কষ্টকর হচ্ছিল। মেয়েদের পড়াশোনার খরচ যোগানো অসম্ভব হয়ে যাচ্ছিল। সেই সময় উত্তর রোয়াইল রামকৃষ্ণ সেবাশ্রম আমাকে দুটো ছাগল দিয়ে আয়ের পথ প্রশস্থ করে দেয়। গত ৪ বছরে এই ছাগলের বাচ্চা বিক্রি করেই আমরা